দুলহা আল্লাহর ঘর থেকে, দুলহান রাসূল ﷺ-এঁর ঘর থেকে! পহেলা জিলহজ্ব তাঁদের শাদী মুবারক

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

বর এমন একজন মহান পুরুষ যিনি মু’মিনগণের মওলা, জ্ঞানের দরোজা, আহলে বাইতের মধ্যমণি, যাকে ভালবাসলে মু’মিন আর ঘৃণা করলে মুনাফিক, সত্য যাঁর সাথে ঘোরে, যাঁকে ভালোবাসা ঈমান, যাঁর চেহারা দেখাও এবাদত। আর কনে সমস্ত নারী জাতির জন্যে বিশেষ আদর্শের, দুনিয়া এবং আখেরাতে যিনি অতুলনীয় সম্মানীয়, হাশরের ময়দানে আল্লাহ্‌ পাক যাঁর বেহেশত গমনের সময় সমস্ত হাশরবাসিকে মাথা অবনত করতে নির্দেশ দিবেন, যাঁর বেহেশত গমনের সময় ৭০ হাজার হুর তাঁর রূপ ধারণ করে তাঁকে ঘিরে থাকবে যাতে কেউ বুঝতে না পারে তিনি কোন জন, যিনি রাসূল ﷺ থেকে আর রাসূল ﷺ যাঁর থেকে, যিনি বেহেশতের যুবকদের সর্দারদ্বয়ের মা, তাঁর তুলনা তিনি নিজেই।

কাসীদায়ে শাহ নি’মাতুল্লাহ রহঃ ভবিষ্যদ্বাণী যেভাবে বাস্তবায়িত হচ্ছে

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

প্রায় ৮শ বছর পূর্বে লিখিত ভারতবর্ষ এবং সমসাময়িক বিশ্বের ভবিষ্যৎ নিয়ে শাহ নি’মাতুল্লাহ রহঃ’র কবিতা। এ পর্যন্ত এর প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে ফলেছে।