আলা হযরত রহঃ-এঁর কানযুল ঈমানে রাসূলপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কানযুল ঈমান হলো চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত রহঃ কর্তৃক কুরআনের অনুবাদ। এতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহী ওয়াসাল্লাম)-এঁর প্রটি পূর্ণ আদব এবং ইশকের প্রতিফলন ঘটেছে।

যারা এ অনুবাদ নিয়ে বিষদগার করছে তারা অন্তরে হুব্বে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহী ওয়াসাল্লামের অভাবে তা করছে। হুব্বে ও আদবে মুস্তফার পরিবর্তে এদের অন্তর পরিপূর্ণ রাসূল [দরূদ]-এঁর প্রতি বেয়াদবি ও বিদ্বেষে। ফলে কালজয়ী এ অনুবাদ নিয়ে তারা অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

মূল অনুবাদ কানযুল ঈমান ও তাফসীর নূরুল ইরফান

কানযুল ঈমান ও নুরুল ইরফান ডাউনলোড করতে
১ থেকে ১০ পারা পেতে এখানে ক্লিক করুন (99 MB)
১১ থেকে ২০ পারা পেতে এখানে ক্লিক করুন (104 MB)
২১ থেকে ৩০ পারা পেতে এখানে ক্লিক করুন। (115 MB)

আলা হযরত রহঃ-এঁর কানযুল ঈমান রাসূলপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত! অপরদিকে মুজাদ্দীদে জামান শাইখ-উল-ইসলাম ডঃ মুহাম্মাদ তাহির-উল-কাদরী মা জি আ কর্তৃক অনূদিত ইরফান-উল-কুরআন সেই রাসূলপ্রেমের চূড়ান্ত রূপ! উর্দু না জানলে ইংরেজিতে পড়তে নিচের লিংকে ভিজিট করুন। বাংলায় পিডিএফ কিংবা মোবাইল এপ এখনো তৈরি হয়নি। তবে টেক্সটের কাজ চলছে এবং শীঘ্রই আসবে ইন-শা-আল্লাহ।

hdrpl

বাংলা ইরফান-উল-কুরআন পেতে নিচের লিংকের মাধ্যমে অনলাইনে বুকিং দিতে পারেন। বিকাশের পর আপনার ঠিকানায় কুরিয়ারে পাঠানো হবে।

ইরফান-উল-কুরআন উর্দু ও ইংরেজি লিংক

https://www.irfan-ul-quran.com/english/index.html

ইরফান-উল-কুরআন উর্দু ও ইংরেজি এপ

https://play.google.com/store/apps/details?id=com.tgq.irfanulquran

খুব শীঘ্রই বাংলা টেক্সট সংযোজন করা হবে ইন শা আল্লাহ্‌।

ইরফান-উল-কুরআন পেতে এই লিঙ্ক থেকে বুকিং দিন। বিকাশ পাবার পর আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে, ইন-শা-আল্লাহ:
https://forms.gle/gwrcXhAFLxk2Km197

পোষ্টটি ভালো লেগে থাকলে আপনার মূল্যবান মতামত জানান প্লিজ!

1 thought on “আলা হযরত রহঃ-এঁর কানযুল ঈমানে রাসূলপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে”

Leave a Comment