[খুবই জনপ্রিয় একটি উর্দু মানক্বীব (ইসলামী গান) থেকে বাংলায় কাব্যানুবাদ।
এতে কণ্ঠ দিয়েছেন ইজমাতুজ ফারিয়া ]
মুক্তো-মানিক পুষ্প সম
উচ্চ মাকামের খাদিজা
পবিত্র সেই প্রিয় শহর
বাসিন্দা মক্কার
খাতামুন নবীকে একদিন
পাঠালেন প্রতিভূ করে
হৃদয় মাঝে কী অনুভব
প্রেমেরই জোয়ার
বেঁধে রাখা ভার
আ আ আ আ
বানিজ্য সম্ভারও শেষে
ফিরে এলেন প্রিয় রাসূল
ইচ্ছে শাদি মুবারকে
পাঠালেন পয়গাম
আম্মা খাদিজা —
মুক্তো-মানিক পুষ্প সম
উচ্চ মাকামের খাদিজা
পবিত্র সেই প্রিয় শহর
বাসিন্দা মক্কার
নিজ সাথীকে খুব নিরালায়
মা খাদিজা সব জানালেন
চাচা আবু তালেব তরে
পাঠালেন পয়গাম
শাদিরও পয়গাম
আ আ আ আ–
শাদির কথা পাক্কা হলো
বিয়ের মোহর ধার্য হলো
চাচা রাজি হয়ে বলেন
শাদি তো মনজুর
হলো যে কবুল
আম্মা খাদিজা সেদিনই
নতুন কনে সেজে বসেন
খোদার প্রিয় রাসূল অতুল
দুলহা সেজে যান
সে যে কী রওশন
মুক্তো-মানিক পুষ্প সম
উচ্চ মাকামের খাদিজা
পবিত্র সেই প্রিয় শহর
বাসিন্দা মক্কার
[মূল নাতটি গেয়েছেন সিদরাতুল মুনতাহা এবং নাতটি লিখেছেন ফায়সাল ভাফা।
মূল উর্দু না’তটি এখানে শুনতে পারবেন।