কুরআনুল কারীমের সর্বপ্রথম বিজ্ঞানময় তাফসিরী তরজমা “ইরফান-উল-কুরআন” কেন অনন্য??
-ইঞ্জিনিয়ার মোহাম্মদ নাসির, যুক্তরাষ্ট্র

*আয়াতের বাংলা তরজমায় অন্তর্নিহিত অর্থ বন্ধনীর ভেতরে সংযুক্ত করে আয়াতের অর্থ এতটাই সুস্পষ্ট করা হয়েছে যে তা বোঝার জন্যে পাঠকের কোনো তাফসীর অধ্যয়নের প্রয়োজন হবে না। ইরফান-উল-কুরআনে সূরা নাযিয়াতের (সূরা ৭৯) বাংলা তরজমা এর সুস্পষ্ট প্রমাণ।

সূরা ৭৯, আয়াত-০১:
প্রথম আয়াতে ব্রাকেটে সংযুক্ত অংশ উল্লেখ না করলে অর্থাৎ শুধু আরবী এবারতের বাংলা অর্থ হয়:
“শপথ তাদের যারা নির্মমভাবে ছিনিয়ে নেন।”
-এখানে প্রশ্ন জাগে:
১. শপথ কাদের?
২. কী ছিনিয়ে নেন?
৩. কাদের নিকট থেকে ছিনিয়ে নেন?
এখন দেখুন ইরফান উল কুরআনে ব্র্যাকেটসহ এই আয়াতের বাংলা অর্থ কী লেখা হয়েছে:
“শপথ তাদের (অর্থাৎ ফেরেশতাগণের) যারা নির্মমভাবে (কাফেরদের দেহের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ থেকে তাদের প্রাণ) ছিনিয়ে নেন।”
-এখানে উপরে উল্লেখিত প্রতিটি প্রশ্নের উত্তরই পাওয়া যাচ্ছে:
১. শপথ কাদের? উত্তর: ফেরেশতাগণের
২. কী ছিনিয়ে নেন? উত্তর: প্রাণ ছিনিয়ে নেন
৩. কাদের নিকট থেকে ছিনিয়ে নেন? উত্তর: কাফেরদের নিকট থেকে তাদের প্রাণ ছিনিয়ে নেন।
এখানেই শেষ নয়। এর সাথে আরও স্পষ্ট হয়ে যায় যে কাফেরদের প্রাণহরণ হবে ভয়াবহ কষ্টের এবং তাদের প্রাণ টেনে হিঁচড়ে প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ থেকে ছিনিয়ে নেওয়া হবে। বন্ধনীতে সংযুক্ত ফেরেশতাগণের শব্দটির ভিতর দিয়ে আরও একটি প্রশ্নের উত্তর পাওয়া যায় আর তা হচ্ছে যে, শুধুমাত্র আজরাইল আলাইহি সালাম একাই প্রাণ হরণ করতে আসেন না! সাথে থাকে আরো অনেক ফেরেশতার বহর।
প্রিয় পাঠক!! আপনাদের কি মনে হয় কোরআনুল কারীমের এই আয়াতের অর্থ অনুধাবন করতে আর কোনো প্রশ্ন থাকতে পারে??
শুধু উপরে লিখিত বিশ্লেষণেই শেষ নয়!! এ আয়াতে কারীমায় এর বাইরেও রয়েছে সাইন্টিফিক অর্থ। আপনারা কেউ কি কোনদিন তা ভেবে দেখেছেন? এর সাইন্টিফিক অর্থের সাথেও প্রথমে যে অর্থ লেখা হয়েছে তার রয়েছে গভীর সম্পর্ক! স্ক্রিনশটটি দেখুন। ইনশাআল্লাহ এর সাইন্টিফিক ব্যাখ্যা বিশ্লেষণের জন্য চোখ রাখুন আগামী পর্বে।
–ইনশাআল্লাহ চলবে……
ইরফান-উল-কুরআন উর্দু ও ইংরেজি লিংক
https://www.irfan-ul-quran.com/english/index.html
ইরফান-উল-কুরআন উর্দু ও ইংরেজি এপ
https://play.google.com/store/apps/details?id=com.tgq.irfanulquran
খুব শীঘ্রই বাংলা টেক্সট সংযোজন করা হবে ইন শা আল্লাহ্।
ইরফান-উল-কুরআন পেতে হলে এই লিঙ্ক থেকে বুকিং দিন। বিকাশ পাবার পর আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হবে, ইন-শা-আল্লাহ:
https://forms.gle/gwrcXhAFLxk2Km197