সাইয়্যেদুনা হাসান মুজতবাঃ ভুলে যাওয়া এক জান্নাতী সরদার – ডক্টর আব্দুল বাতেন মিয়াজী
পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।
দুনিয়ার তাবৎ মুসলিম জানে সাইয়্যেদুনা ইমাম হাসান মুজতবা এবং সাইয়্যেদুনা ইমাম হুসাইন আলাইহিমাস সালাম জান্নাতের সরদার। জান্নাতে সবাই যুবক হবেন, কাজেই যুবক আর বয়স্কদের জন্য আলাদা কোন নেতা সেখানে থাকবেন না। কিন্তু দুনিয়ার বেশিরভাগ মুসলিমই জানে না দুনিয়ার জীবনে জান্নাতের এই যুবকদ্বয়ের কি কি অর্জন ছিল। ইমাম হুসাইন আঃ’র ব্যাপারে মানুষ কিছুটা জানে, কারবালার ঘটনার কারণে। কিন্তু ইমাম হাসান আঃ’র ব্যাপারে বিষপানে শাহাদাত বরণের বাইরে তেমন কিছুই জানে না। অথচ তাঁরা উভয়ে আহলে বাইতের অন্তর্গত। আর ইমাম সুয়ুতীর মতে প্রায় ৮০০ আয়াত নাযিল হয়েছে আহলে বাইতের শানে। তাঁদের শানে হাদিসের সংখ্যা অগণিত।