আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে ইঞ্জিনিয়ার হয়ে উঠার গল্প

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

এখন আমার মাঝে একই সাথে দুটো ভিন্ন সত্তা কাজ করে। একদিকে আমি একজন আইটি প্রকৌশলী, অন্যদিকে আমি একজন ইসলামিক স্কলার। পরের প্রোফাইলটি বরং বেশি সচল এবং অগ্রগণ্য। গবেষণা, লেখালেখি এসব চলে ইসলামের উপর, বিশেষ করে কম্পারেটিভ রিলিজিয়নের উপর। গত এপ্রিলে আমার অনূদিত কুরআনুল কারীমের বিজ্ঞানময় অনুবাদ ইরফানুল কুরআন বের হয়েছে। অনেক বই ও লেখা বের হবার পথে। অপরদিকে জীবিকার তাগিদে দিনভর কাজ চলে আইটি ফিল্ডে। হাতে যতো কাজ জমে আছে, ইন-শা-আল্লাহ, শেষ করতে পারবো কিনা সেটাই ভাবছি।