ইরফান-উল-কুরআন: মুজাদ্দীদে জামানের অনবদ্য এক সৃষ্টি

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

ইরফান-উল-কুরআন পবিত্র কুরআনের শাব্দিক অনুবাদ নয়, বরং এটি পবিত্র কুরআনের সবচে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, আধ্যাত্মিক, আত্মিক ও প্রেমময় বিশ্লেষণ। ইরফান-উল-কুরআন তাই শাইখ-উল-ইসলাম ডক্টর মুহাম্মাদ তাহির-উল-ক্বাদরী মাদ্দা জিল্লুহুল আলীর অনবদ্য সৃষ্টি। তিনি জাতিসংঘ কর্তৃক মনোনীত শান্তির দূত। দেশে দেশে, জাতিতে জাতিতে শান্তি ও ভালোবাসার ফেরিওয়ালা তিনি। সহস্রাধিক মৌলিক রচনার মাঝে এই ইরফানুল কুরআন ভিন্নতা নিয়ে হাজির হয়েছে। মানুষের জন্যে, মানবকল্যাণে।