“আমি যার মওলা, এই আলীও তার মওলা”- ডক্টর আব্দুল বাতেন মিয়াজী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

কিয়ামত পর্যন্ত আল্লাহ্‌ তাদের অলি, যারা আলীকে অলি মেনেছে। যারা আলীকে অলি মেনেছে তারা নবীজী [ﷺ] এঁরও অলি। যারা আলী আলাইহিস সালামের প্রতি শত্রুতা পোষণ করেছে তারা খোদ আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূল [ﷺ] এর দুশমন হিসেবে পরিগণিত হবে। গাদিরে খুমের ঘোষণার পর হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু এবং উমর ফারুক রাদ্বিয়াল্লাহু আনহু সবার আগে উঠে এসে মওলা আলী আলাইহিস সালামের হাত ধরে তাঁকে মুমিনদের মওলা হিসেবে অভিভাদন জানান এবং তাঁকে নিজেদের মওলা বলে মেনে নেন।

আহলে বায়াত কে ধরে রাখার সকল হাদিস

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

আহলে বাইত সম্পর্কে অনেকেই সঠিক ধারণা রাখেনা। আহলে বাইত হলেন আমাদের ঈমানের মূল। তাঁদেরকে জানাও ঈমান। এখানে আহলে বাইত সম্পর্কে বেশ কিছু হাদিস একত্রিত করার প্রয়াস পেয়েছি। ক্রমে আরো হাদিস যোগ করা হবে ইন শা আল্লাহ।

আশুরা, শোহাদায়ে কারবালার স্মরণ, সুন্নি-শিয়া বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নত্তোরঃ – Mohammed Saiful Azam Al-Azhary

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

“এই যুদ্ধে এবং দ্বন্দ্বে হযরত আলী (রাঃ) হক্ব ছিলেন। হযরত মুয়াবিয়া (রাঃ)-র টা বিদ্রোহ ছিল।”

“আমি যার মাওলা, এই আলীও তার মাওলা” – ডক্টর আব্দুল বাতেন মিয়াজী

পোষ্টটি অন্যকে পড়ার সুযোগ করে দিতে শেয়ার করুন প্লিজ।

মনে রাখবেন, যুগে যুগে আহলে বাইত অবহেলিত, লাঞ্ছিত, অত্যাচারিত, নির্যাতিত এবং হত্যার শিকার হয়েছেন আলেমরূপী, পাগড়ী-টুপিওয়ালা, নামাযী মানুষগুলো দ্বারাই। তরিকতের অনুসারী কারো পক্ষে এই বিশেষ দিনটিকে অস্বীকার করা বা এই হাদিসকে শিয়াদের দিয়ে দেবার কোনও উপায় নেই। কেননা, এই ঘোষণা দিয়ে মওলা আলী কারামুল্লাহ ওয়াজহুহুকে বেলায়েতের সম্রাট বানানো হয়েছে।