“আমি যার মওলা, এই আলীও তার মওলা”- ডক্টর আব্দুল বাতেন মিয়াজী
কিয়ামত পর্যন্ত আল্লাহ্ তাদের অলি, যারা আলীকে অলি মেনেছে। যারা আলীকে অলি মেনেছে তারা নবীজী [ﷺ] এঁরও অলি। যারা আলী আলাইহিস সালামের প্রতি শত্রুতা পোষণ করেছে তারা খোদ আল্লাহ্ ও আল্লাহ্র রাসূল [ﷺ] এর দুশমন হিসেবে পরিগণিত হবে। গাদিরে খুমের ঘোষণার পর হযরত আবু বকর রাদ্বিয়াল্লাহু আনহু এবং উমর ফারুক রাদ্বিয়াল্লাহু আনহু সবার আগে উঠে এসে মওলা আলী আলাইহিস সালামের হাত ধরে তাঁকে মুমিনদের মওলা হিসেবে অভিভাদন জানান এবং তাঁকে নিজেদের মওলা বলে মেনে নেন।