মার্কিন জায়নিজমকে ফিরে দেখা: ‘পাঁচ বছরে সাত দেশ ধ্বংস’ পরিকল্পনার কতটুকু কী হল? – গোলাম দস্তগীর লিসানী
মার্কিন জায়নিজমকে ফিরে দেখা: ‘পাঁচ বছরে সাত দেশ ধ্বংস’ পরিকল্পনার কতটুকু কী হল?
A Blogg by Dr. Abdul-Baten Miaji
মার্কিন জায়নিজমকে ফিরে দেখা: ‘পাঁচ বছরে সাত দেশ ধ্বংস’ পরিকল্পনার কতটুকু কী হল?
হিন্দুস্তানের চলমান অবস্থা নিয়ে আমাদের ঠিক কতোটুকু চিন্তিত হওয়া উচিৎ? দীর্ঘদিন ধরে এ প্রশ্নটাকে আমরা গুরুত্ব দেইনি। আমরা উপেক্ষা করেছি, ভুলে থাকতে চেয়েছি। এখন আর উপেক্ষা করার সময়-সুযোগ, কোনটাই নেই।
মহাকাল এক রকম থাকে না। থাকবে না। যে মঙ্গোলিয়া ৪,৪০০ যুদ্ধজাহাজ নিয়ে জাপান আক্রমণ করেছিল, তাদের নৌবাহিনীর নাবিক এখন ৭ জন, তাদের মধ্যে ৬ জন সাঁতার জানে না। মোদি-অমিত এবং উগ্র হিন্দুত্ববাদীরা ভারতের জন্য সেই ধরনের দিন নিয়ে আসছে সম্ভবত।
ভারতের এনআরসি মানে আসামের তথাকথিত বৈধ ভারতীয় নাগরিক বাছাই। কারা ভারতীয় নয়, তা খুঁজে বের করার নামে এক মুসলমানবিদ্বেষী প্রক্রিয়া। যার পেছনের বিদ্বেষী ভাবনা হলো, আসামের কোথাও কোনো মুসলমানকে পাওয়া গেলেই তা নিশ্চিত ধরে নেয়া যে সে বাংলাদেশ থেকে আসা অবৈধ উদ্বাস্তু। ভারতের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে গত ২০১৩ সালের ডিসেম্বরে তিন বছরের মধ্যে এই নাগরিক তালিকা তৈরির কাজ শেষ করে এক চূড়ান্ত তালিকা প্রকাশ করতে হবে- এই নির্দেশ দেয়া হয়েছিল।