আমাদের দেশে কিছু দরবার এবং ব্যক্তি তাজিমী সিজদা দেয়া এবং নেয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন। তারা কুরআনের কিছু আয়াত তুলে ধরে প্রমাণ করার চেষ্টা করেন, তাজিমী সেজদা জায়েজ। অথচ পূর্ববর্তী নবীগণের শরীয়ত উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য যে প্রযোজ্য নয় তারা এ কথা ভুলে যান। কিছু দুনিয়া লোভী আলেম ওইসব দরবারে যান এবং বয়ান করেন, অথচ এই হারামের বিরুদ্ধে কিছুই বলেন না।
দুনিয়া লোভী আলেমগণ কিছু না বললেও চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত রহঃ এ ব্যাপারে কুরআনের আয়াত এবং ৪০ টি সহীহ হাদিস দিয়ে তাজিমী সিজদাকে হারাম বলে প্রমাণ করেছেন। কিতাবটি সংগ্রহে রাখুন এবং অন্যের সাথে শেয়ার করুন। জাযাকাল্লাহ!
কিতাবঃ তাজিমী সিজদা (File size: 8.13 MB)
লেখকঃ আ’লা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমেদ রেজা রহঃ।