ফতোয়ায়ে ছালাছীন বা ৩০ ফতোয়াঃ আল্লামা হাফেজ আব্দুল জলিল রহঃ

অধ্যক্ষ আল্লামা হাফেজ আব্দুল জলিল রহঃ লিখিত “ফতোয়ায়ে ছালাছীন” একটি গুরুত্বপূর্ণ ফতোয়ার কিতাব যেখানে বর্তমান জমানার সবচে আলোচিত এবং বিতর্কিত বিষয়সমূহ সহ ৩০টি বিষয়ের কুরআন ও সুন্নাহর দলীলভিত্তিক ফতোয়া পাবেন। এসব বিষয় নিয়ে বিদ’আতি এবং বাতিল আক্বীদার লোকেরা সাধারণ মুসলমানকে বিভ্রান্ত করে ঈমান, আক্বীদা ও আমল বিনষ্ট করার প্রয়াস পায়। কাজেই এই কিতাবটি হাতের কাছে থাকলে বিদ’আতি এবং বাতিলেরা আপনাকে সহজে বিভ্রান্ত করতে পারবে না।

salasin2

ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে।

ফাইলে সাইজঃ 8.9 MB

You may also like...