ঈদে মীলাদুন্নাবী দঃ ও না’ত লহরী

সবাইকে ঈদে মীলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশুমার শুভেচ্ছা। এ মাসেই দুনিয়াতে আগমন করেছিলেন সমস্ত বিশ্ব সমূহের রহমত এবং গুনাহগার উম্মতের উদ্ধারকারী , রহমতের ভাণ্ডার, দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর এ উপলক্ষ্যে আজ পোষ্ট করছি আল্লামা আব্দুল জলিল রহঃ কর্তৃক লিখিত “ঈদে মীলাদুন্নাবী দঃ ও না’ত লহরী” বইখানা। এই মুল্যবাদ ছোট্ট গ্রন্থটিতে পাবেন ঈদে মীলাদুন্নাবী দঃ এর পক্ষে দলীল সমূহ এবং পরিশেষে পাবেন মীলাদ ও কিয়াম করার নিয়মকানুন। জনপ্রিয় মিলাদের বেশ কিছু কাসীদা রয়েছে এই বইটিতে। যা আলেম এবং সাধারণ মুসলমান সবার জন্য অত্যন্ত জরুরী এবং উপযোগী। আমার এই পরিশ্রমে ফলে আপনারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রেম ও ভালোবাসায় সিক্ত হলেই আমি নিজেকে ধন্যব মনে করবো। জাজাকাল্লাহু খাইরান!

ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে!

You may also like...