মসনবী শরীফ

rumi-h2

মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহঃ প্রণীত মসনবী শরীফ পৃথিবীখ্যাত অমর এক মহাকাব্য। যার কাব্যরস প্রতিটি ধর্মপ্রাণ ও জ্ঞানপিপাসু ব্যক্তির পিপাসা নিবারণ করতে সক্ষম।

মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ রুমি রহঃ (ফার্সি ভাষায়: مولانا جلال الدين محمد رومي‎ , তুর্কি: Mevlânâ Celâleddin Mehmed Rumi) ‎ (১২০৭ —১২৭৩), মাওলানা জালাল উদ্দিন মুহাম্মদ বাল্‌খি নামেও পরিচিত (ফার্সি ভাষায়: محمد بلخى‎ ), কিন্তু বিশ্ব তাকে সংক্ষেপে রুমি নামে জানে। তিনি ত্রয়োদশ শতকের একজন ফার্সি কবি, ধর্মতাত্ত্বিক এবং সুফি দর্শনের শিক্ষক ছিলেন। প্রাচ্য এবং প্রতীচ্য – উভয় বিশ্বেই তিনি সমানভাবে সমাদৃত একজন সুফী ও মরমী সাধক। রুমি খোরাসানের (বর্তমান আফগানিস্তান ) বলখ শহরে ১২০৭ সালের ৩০ সেপ্টেম্বর (৬০৪ হিজরি ৬ই রবিউল আউয়াল) জন্মগ্রহন করেন । তাঁদের পরিবার ছিল বিশিষ্ট আইনজ্ঞ ও ধর্মতত্তবিদ পরিবার। তার পিতা বাহাউদ্দিন ওয়ালাদকে সমসাময়িক “পন্ডিতদের সুলতান” বলে আখ্যায়িত করেছিল। রুমির পিতা ছিলেন একজন বিখ্যাত ধর্মতত্তবিদ, সুফি এবং অতীন্দ্রিয়বাদি যার সাহস, সাধুতা , অন্তরের মহত্ত এবং ঈশ্বরের প্রতি দার্শনিক বা মৌল অভিগমনের পরিবর্তে সরাসরি আধ্যাতিকভাবে সমীপবর্তী হওয়ার বাসনা রুমিকে ভীষণভাবে প্রভাবিত এবং অনুপ্রাণিত করেছিল। শামস তিবরিজী রহঃ নামে এক সাধকের দর্শন তাঁকে বিপুলভাবে প্রভাবিত করে এবং তিনি সেই সাধকের বিরহে “মসনবী শরীফ” লিখেন। নিচের লিঙ্ক থেকে বাংলায় অনূদিত সেই বিখ্যাত গ্রন্থটি ডাউনলোড করতে পারেন।

নামঃ মসনবী শরীফ, অনুবাদঃ মাওলানা আব্দুল মান্নান, মুহাদ্দিস, কোলকাতা আলিয়া মাদ্রাসা।

 

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *